Apan Desh | আপন দেশ

ফুরফুরে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৯, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফুরফুরে নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বড় পর্দায় যার অভিষেক হয় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও বেশ সরব এ চিত্রনায়িকা। নিজের টাইমলাইনে অভিনেত্রী বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়াসহ অনেক কিছু ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন। এবার তিনি নেটিজেনদের মাঝে ধরা দিয়েছেন কানাডার মন্ট্রিয়লে। 

সেখানে অবকাশ যাপন করছেন নুসরাত ফারিয়া। ফেসবুকে নিজের পেজে শেয়ার করা একগুচ্ছ ছবিতে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন তিনি। বেশ হাসি-খুশিতে ক্যামেরায় ধরা দিয়েছেন। 

আরও পড়ুন <<>> পিটিয়ে মারার ঘটনা যেন ভারতে নিয়মে পরিণত হয়েছে

পরনে সাদা ড্রেস চোখে রোদ চশমা আর খোলা চুলে বেশ মানিয়েছে নুসরাত ফারিয়াকে। ছবি শেয়ার করে ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, সাদা পোশাকে ওটা তোমার মেয়ে।

এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, আগের চেয়েও সুন্দর লাগছে দেখতে। আরেকজনের কথায়, সাদা পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়