Apan Desh | আপন দেশ

‘পিটিয়ে মারার ঘটনা যেন ভারতে নিয়মে পরিণত হয়েছে’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ২ সেপ্টেম্বর ২০২৫

‘পিটিয়ে মারার ঘটনা যেন ভারতে নিয়মে পরিণত হয়েছে’

স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর। বলিউড অভিনেত্রী। যিনি শুধু সিনেমা বা সেলিব্রিটি জীবনের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, সামাজিক ও মানবিক ইস্যুতে বরাবরই সরব।

দিল্লির এক মন্দিরে প্রসাদ বিতরণ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক পরিষেবকের পক্ষ নিয়ে তিনি এবার মুখ খুললেন।

কদিন আগে ঘটে যাওয়া দিল্লির মন্দির চত্বরেই পরিষেবককে পিটিয়ে খুন করার দৃশ্য দেখে শিউরে উঠেচে ভারতের নেটিজেনরা। প্রসাদ বিতরণকে কেন্দ্র করেও এমন ঘটতে পারে? এমন প্রশ্ন করেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

যে কোন বিষয় নিয়েই স্পষ্ট মতামত রাখেন স্বরা। যার জন্য বার বার কটাক্ষের শিকারও হন এ অভিনেত্রী। কিন্তু তাও মতামতে রাশ টানতে রাজি নন তিনি।

আরও পড়ুন <<>> কসম খেয়ে বলছি কারও সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি

এবার পরিষেবককে পিটিয়ে খুনের মর্মান্তিক ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে ক্ষোভপ্রকাশ করলেন তিনি।

স্বরা লিখেছেন, এ তো ভয়ঙ্কর ঘটনা! ভারতে পিটিয়ে মারার ঘটনা যেন একটা নিয়ম হয়ে গিয়েছে। দেখে সত্যিই শিউরে উঠছি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এ ঘটনাই বলে দেয়, আমাদের সমাজের কী অবস্থা! আমরা দানবে পরিণত হচ্ছি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়