
আন্ডারটেকার-সালমান খান। ছবি সংগৃহীত
ডব্লিউডব্লিউই কিংবদন্তি দ্য আন্ডারটেকারের মুখোমুখি হতে পারেন বলিউড সুপারস্টার সালমান খান। কোনো সিনেমায় নয়, কিংবা নয় কোনো রেসলিং রিংয়ে! তবে তাদের মুখোমুখি সাক্ষাৎ হতে পারে আসন্ন রিয়েলিটি শো বিগ বস ১৯-এ, এমন চমকপ্রদ ঘটনা নিয়ে বলিপাড়ায় জোর গুঞ্জন!
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট হিসেবে বিগ বস-১৯ এ আসতে পারেন রেসলিং জগতের কিংবদন্তি দ্য আন্ডারটেকার! যদি এ খবর সত্যি হয়, তবে এটিই হবে বিগ বস ইতিহাসের অন্যতম বড় আন্তর্জাতিক কোলাবরেশন!
বলিউড ভাইজানখ্যাত তারকা সালমান খানের সঞ্চালনায় জিওসিনেমায় ‘বিগ বস ১৯’ শুরু হচ্ছে আগামী ২৪ আগস্ট। ভক্তরা যখন আনুষ্ঠানিক কনটেস্ট্যান্ট তালিকার অপেক্ষায়, তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে নানা নাম! এরই মধ্যে সবচেয়ে চমকপ্রদ খবর— আন্ডারটেকারের নাম উঠে আসা!
আন্ডারটেকার কি সত্যিই আসছেন? ডব্লিউডব্লিউই-র একাধিক সার্ভার ও ডিসকর্ড চ্যানেলে ছড়িয়ে পড়া রিপোর্ট অনুযায়ী, নভেম্বরের দিকে ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট হিসেবে আনা হতে পারে আন্ডারটেকারকে। যদি এটি হয়, তবে ২০২৫ সালের অন্যতম বড় আন্তর্জাতিক কোলাবরেশন হতে চলেছে ‘বিগ বস ১৯’।
আরওপড়ুন<<>>‘পুরস্কার নেয়ার জন্যে আমার একটা হাতই যথেষ্ট’
আন্ডারটেকাকের আসল নাম মার্ক ক্যালাওয়ে, তিনি ডব্লিউডব্লিউই-র ইতিহাসের এক কিংবদন্তি সুপারস্টার। ১৯৯০ সালে সারভাইভার সিরিজে প্রথম রিংয়ে নামেন তিনি এবং টানা তিন দশক রাজত্ব করেন রেসলিং দুনিয়ায়। ২০২০ সালে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেন এ রেসলার।
টাইমস অব ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী, শুধু আন্ডারটেকার নন, কিংবদন্তি হেভিওয়েট বক্সার মাইক টাইসনকেও আনার আলোচনা চলছে। জানা গেছে, তিনি অক্টোবর মাসে অতিথি হিসেবে এক সপ্তাহ থেকে দশ দিনের জন্য শোতে অংশ নিতে পারেন। নির্মাতাদের মতে, আন্তর্জাতিক তারকারা আগে বিগ বস-এর জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রেখেছেন, তাই এবারও সে চেষ্টা করা হচ্ছে।
ইতোমধ্যে সালমান খান জানিয়েছেন, এ সিজনের থিম ‘ডেমোক্রেজি: ঘরওয়ালো কি সরকার’। এখানে গৃহবাসীরাই ছোট-বড় সব সিদ্ধান্ত নেবেন, আর সে সিদ্ধান্তের ফল গড়াবে বাড়ির ভেতরে রাজনীতি’র মতো টানটান উত্তেজনা।
শো চলবে টানা পাঁচ মাস। সালমান প্রথম তিন মাস হোস্ট করবেন, এরপর ফাইনাল পর্বে ফিরে আসবেন। মাঝের দুই মাসে অতিথি হোস্ট হিসেবে করণ জোহর ও ফারাহ খানের নাম শোনা যাচ্ছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।