
ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু
সামান্থা রুথ প্রভু । ভারতের রুপালী জগতে এক পরিচিত নাম। যিনি প্রধানত তেলেগু এবং তামিল চলচ্চিত্রে কাজ করেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। ২০১০ সালে "ইয়ে মায়া চেসাভে" চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। "ফ্যামিলি ম্যান ২" ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে বলিউডেও পরিচিতি লাভ করেন সামান্থা।
সামান্থা ১৯৮৭ সালের ২৮ এপ্রিল কেরালার আলাপ্পুঝায় জন্মগ্রহণ করেন। তার বাবা তামিলনাড়ুর এবং মা কেরালার। শৈশব কেটেছে চেন্নাইয়ে, যেখানে তিনি স্কুল শেষ করেন। দ্বাদশ শ্রেণীর পর পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় উচ্চশিক্ষার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। পড়াশোনার খরচ চালানোর জন্য সামান্থা মডেলিংয়ে অংশ নেন, যা তার জীবনে বড় মোড় আনে।
মডেলিং করতে করতে সামান্থা একদিন নজরে আসে পরিচালক রবি বর্মণের। এরপর গৌতম মেননের পরিচালনায় ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে প্রথম পর্দায় আসেন এ অভিনেত্রী।
তবে এ তারকা নাকি না খেয়েও পর্যন্ত কাটিয়েছেন। অথচ আজ ১০০ কোটির সম্পত্তির মালিক এ অভিনেত্রী। কঠোর পরিশ্রম এবং প্রতিভার জোরে তিনি এ জায়গা অর্জন করেছেন। অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
জানা গেছে, অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি এবং ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ করে সামান্থা আর্থিকভাবে সুদৃঢ় অবস্থানে পৌঁছেছেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তার সম্পত্তির মূল্য প্রায় ১০১ কোটি রুপি।
২০১৭ সালে তিনি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। কিন্তু ২০২১ সালে বিচ্ছেদ ঘটে। যদিও কিছু সময় ২০০ কোটির ভরণপোষণের দাবি ওঠে, সামান্থা তা অস্বীকার করেছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।