Apan Desh | আপন দেশ

অবশেষে বিয়েতে বসার ইঙ্গিত দিলেন বলিউড ভাইজান!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ৯ জুলাই ২০২৫

অবশেষে বিয়েতে বসার ইঙ্গিত দিলেন বলিউড ভাইজান!

সালমান খান

বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খান। বয়স ৬০ ছুঁইছুঁই। এ বয়সেও ব্যাচেলর জীবন কাটাচ্ছেন তিনি। তবে জীবনে বহুবার প্রেমে জড়িয়েছেন তুমুল জনপ্রিয় এ অভিনেতা। বলিউড থেকে শুরু করে হলিউডের নায়িকারাও তার প্রেমে বুদ হয়েছেন। তবে সেসব সম্পর্ক বেশি দিন টিকেনি। তাকে নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে বরাবরই এক প্রশ্ন, কবে বিয়ে করছেন ভাইজান।

এবার বোধহয় ভক্তদের সে প্রশ্নের অবসান হতে যাচ্ছে। হয়ত জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন সালমান খান। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি! তেমনি ইঙ্গিত পাওয়া গেছে সামাাজিক যোগাযোগমাধ্যমে তার এক পোস্টে।

সালমানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন ছিল বুধবার (০২ জুলাই)। বোন আলভিরা ও অতুলের একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট করেন সালমান খান।

আরওপড়ুন<<>>দরজা ভেঙে পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার

পোস্টে তিনি লিখেছেন, শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।

সঙ্গে ভাইজান আরও লেখেন, আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।

বলা বাহুল্য, সালমানের পোস্টের শেষ এ লাইন থেকেই ছড়িয়েছে জল্পনা। নিশ্চয়ই কোনো না কোনোদিন বিয়ে করবেন সালমান, হবেন স্বামী; এমনকী বাবাও।

যদিও পুরনো এক সাক্ষাৎকারে সালমান বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, এখনকার দিনে খুব সহজেই বিয়ে ভেঙে যায়। ধুমধাম করে বিয়ে হয়, কিছুদিন পরই বিচ্ছেদ। তারপর দিতে হয় মোটা অঙ্কের ক্ষতিপূরণ ও সম্পত্তির ভাগ। এতদিন পর এসব সামলানো আমার পক্ষে মুশকিল।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়