তাহসান-রোজা
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবন যেন ভালোবাসার এক স্বর্গরাজ্য! বছরের শুরুতে রোজাকে বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান। তাদের ভালোবাসা কতটা মধুর, তা কারও বুঝতে বাকি নেই।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন রোজা আহমেদ। ছবিতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি। আর এ সময় সুইমিং পুলে তাহসান-রোজার আদুরে এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে।
তাদের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কিছু ছবি ভাগ করে নেন রোজা। তাদের রিসোর্টের এক কামরার বিছানাটিও ভালোবাসার আবহে-সাজে সজ্জিত। এছাড়া বই হাতে একটু প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা। বলা বাহুল্য, সবকিছুতেই তাদের মধ্যে পাওয়া গেল এক স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়া।
আরওপড়ুন<<>>এবার ২৪ সেকেন্ডে ঝড় তুললেন নুসরাত ফারিয়া
ছবির ক্যাপশনে রোজা লেখেন, প্রকৃত বিলাসিতা হলো সে সময়ের সঙ্গে কাটানো যেখানে নীরবতা বোঝাপড়ায় ভরা। ভোর ওঠার মতো কানে ফিসফিসানি, প্রতিশ্রুতি এবং ভালোবাসা। যা পুরোপুরি আমাদের।
তাহসানের জীবনের অতীতের সকল খারাপ সময় দূরে সরিয়ে দিয়েছে তার দ্বিতীয় বিয়ে। অর্থাৎ রোজার সঙ্গে বিয়ের পর আলোতে ভরে উঠেছে তাহসানের জীবন। জনপ্রিয় এ সঙ্গীত শিল্পীর ভক্তদের একটাই কথা, রোজাই যেন তাহসানের জীবনের সে 'চাঁদের আলো'। একজন মন্তব্য করেছেন, জীবনটা উপভোগ করে গেলেন আপনারা! আরেকজন লিখেছেন, নজর না লাগুক এ জুটির।
উল্লেখ্য, বিয়ের পর থেকে প্রায়ই দেশের বাইরে সময় কাটাতে দেখা যায় এ জুটিকে। কখনো আমেরিকা, কখনো মালদ্বীপ বা ইউরোপের কোনো শহরে। দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন দুজনে মিলে, এমনই এক মধুর মুহূর্তের খোঁজে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































