Apan Desh | আপন দেশ

ঈদের আগে সিনেমা হল বন্ধের হুঁশিয়ারি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫১, ৪ জুন ২০২৫

ঈদের আগে সিনেমা হল বন্ধের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার বাকি আছে মাত্র দুইদিন। তাই ঈদকে ঘিরে চলছে ৬টি সিনেমা মুক্তির প্রস্তুতি। এরমধ্যে রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’। আরও আছে শরীফুল রাজের ‘ইনসাফ’, বাঁধনের ‘এশা মার্ডার: কর্মফল’, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, অপি করিমসহ একঝাঁক তারকার ‘উৎসব’, আদর-পূজার ‘টগর’, আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবুর ‘নীলচক্র’ সিনেমা।

চারদিক যখন সিনেমাগুলোর প্রচারণায় মুখরিত তখনই এলো হল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি। মূলত টিকিট বিক্রির অর্থ বণ্টন নিয়ে প্রযোজকদের প্রস্তাব নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের চলচ্চিত্র প্রদর্শন খাত। প্রযোজকদের পক্ষ থেকে স্টার সিনেপ্লেক্সকে তিন দফা প্রস্তাব দেয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, কোনো সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে চাপিয়ে দেয়া হলে মানবেন না তারা। প্রয়োজনে ঈদের আগে দেশের সব সিনেমা হল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

আরওপড়ুন<<>>ঈদের ‘প্রিয় প্রজাপতি’ অপূর্ব-ফারিন

সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ঈদের সময় প্রচুর দর্শক হলে আসেন। এটাকে অতিরিক্ত মুনাফার সুযোগ হিসেবে নিচ্ছেন কিছু প্রযোজক। তারা নিজেদের স্বার্থে শেয়ার মানি বাড়াতে সিনেপ্লেক্সসহ কিছু হলের ওপর চাপ সৃষ্টি করছেন। এটা অন্যায্য এবং একতরফা। এভাবে সিনেপ্লেক্সকে কুক্ষিগত করার চেষ্টা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।

তিনি আরও বলেন, প্রযোজকদের যৌক্তিক দাবি থাকলে তা প্রযোজক সমিতির মাধ্যমে জানানো যেত। কিন্তু তারা রাতের আঁধারে চিঠি পাঠিয়ে বা গোপন বৈঠক করে সিনেপ্লেক্সকে নিজেদের নিয়মে চলতে বাধ্য করছেন। আমরা এটা মানি না। ঈদের আগের দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর মধ্যে সমাধান না এলে সব হল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিতেও আমরা বাধ্য হব।

প্রদর্শক সমিতির নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, প্রযোজকদের চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত হলে মালিকরা তা মানবেন না। বরং তাতে সিনেমা প্রদর্শন ব্যবস্থা ভেঙে পড়বে। এর দায় সংশ্লিষ্ট প্রযোজকদেরই নিতে হবে।

এখন দেখা যাক, ঈদের ঠিক আগ মুহূর্তে এ সংকট কোন দিকে মোড় নেয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা