Apan Desh | আপন দেশ

ঈদের ‘প্রিয় প্রজাপতি’ অপূর্ব-ফারিন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৯, ৪ জুন ২০২৫

ঈদের ‘প্রিয় প্রজাপতি’ অপূর্ব-ফারিন

জনপ্রিয় দুই অভিনয় শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় দুই নাম জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। ব্যস্ততা আছে তাদের ওটিটিতেও, যা উৎসব এলে বেড়ে যায় কয়েকগুণ। ব্যস্ততার এ ধারাবাহিকতা আসন্ন ঈদুল আজহাতেও বজায় আছে ছোট পর্দার বড় এ দুই তারকার।

আসন্ন এ ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাকারিয়া সৌখিন পরিচালিত নতুন নাটক ‘প্রিয় প্রজাপতি’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের লেখা ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন তিনি।

রোমান্টিক-কমেডি ঘরানার এ নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন অপূর্ব ও ফারিন। গল্পে দেখা যাবে—মুগ্ধ (অপূর্ব) একজন অলস প্রকৃতির অফিসকর্মী, যিনি প্রতিদিনই অফিসে দেরি করেন। তাকে শাসনে রাখতে নিয়োগ দেয়া হয় একজন কঠোর স্বভাবের সহকর্মী—প্রজাপতি (ফারিন)। ধীরে ধীরে তাদের খুনসুটি থেকে গড়ে ওঠে এক মিষ্টি সম্পর্ক। 

পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘প্রিয় প্রজাপতি’ একদম খাঁটি ফিল-গুড কনটেন্ট। আধুনিক ঢঙে নির্মিত এ নাটকটি হাস্যরস আর ভালোবাসার সহজ মিশেলে দর্শকদের মন জয় করবে বলেই আমার বিশ্বাস।

নাটকের জন্য একটি মৌলিক গানও তৈরি হয়েছে। সোমেশ্বর অলির কথায় গানটির শিরোনাম ‘প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পড়বে খোঁপায়?’। সুর ও সংগীত করেছেন জাহিদ নীরব, গেয়েছেন তিনি নিজেই, সঙ্গে আছেন আতিয়া আনিসা। 

এ নাটকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে নতুন ইউটিউব চ্যানেল ‘ক্যাপিটাল ড্রামা’।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়