Apan Desh | আপন দেশ

না ফেরার দেশে অভিনেতা মুকুল দেব, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪, ২৪ মে ২০২৫

আপডেট: ১৬:০০, ২৪ মে ২০২৫

না ফেরার দেশে অভিনেতা মুকুল দেব, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

মুকুল দেব

ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হিন্দি, পাঞ্জাবি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের এ অভিনেতা। পাশাপাশি টেলিভিশনে অভিনয় করেও ব্যাপক পরিচিত পান মুকুল দেব।

শুক্রবার (২৪ মে) রাতে রাতে দিল্লিতে মৃত্যু হয় তার। তবে মুকুল দেবের মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি।

মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। তিনি এক্স-এ লেখেন, শব্দ দিয়ে বোঝানো কঠিন, কী অনুভব করছি। মুকুল আমার ভাইয়ের মতো ছিলেন। খুব তাড়াতাড়ি চলে গেলেন। মুকুল, তোমাকে মনে রাখব চিরকাল... আবার দেখা হবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, এ অভিনেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও বন্ধুদের অনেকেই। অভিনেতা বিন্দু দারা সিং এক্স (টুইটার)-এ লেখেন, শান্তিতে বিশ্রাম নাও আমার ভাই। তোমার সঙ্গে কাটানো সময় সবসময় মনে রাখব। ‘সন অফ সর্দার টু’-তে তুমি দর্শকদের হাসির রোল তুলবে এটাই তোমার শেষ কাজ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আরওপড়ুন<<>>‘আমার ফোন ব্যবহারের ওপরও কড়াকড়ি নিষেধাজ্ঞা’

তিনি আরও জানান, মা-বাবার মৃত্যুর পর মুকুল অনেকটা একাকী হয়ে পড়েন। কারও সঙ্গে যোগাযোগ করতেন না। ঘর থেকেও খুব একটা বের হতেন না। শেষ কয়েকদিন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। আমার সমবেদনা তার ভাই ও শুভাকাঙ্ক্ষীদের জন্য। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।

অভিনেত্রী দীপশিখা নাগপাল মুকুল দেবের মৃত্যুর খবরে বিস্ময় প্রকাশ করে বলেন, বিশ্বাসই হচ্ছে না তিনি আর নেই। 

উল্লেখ্য,নয়াদিল্লিতে জন্ম নেয়া মুকুল দেব ১৯৯৬ সালে টেলিভিশন সিরিজ ‘মুমকিন’ এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। একই বছর বলিউডে সুস্মিতা সেন-এর বিপরীতে ‘দস্তক’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। হিন্দি, পাঞ্জাবি, তেলেগু, তামিল, কন্নড়, বাংলা ও মালয়ালমসহ একাধিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সন অব সরদার’, ‘আর রাজকুমার’, ও ‘জয় হো’। তার হঠাৎ মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়