Apan Desh | আপন দেশ

‘আমার ফোন ব্যবহারের ওপরও কড়াকড়ি নিষেধাজ্ঞা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ২৩ মে ২০২৫

আপডেট: ১৪:৫৪, ২৪ মে ২০২৫

‘আমার ফোন ব্যবহারের ওপরও কড়াকড়ি নিষেধাজ্ঞা’

নুসরাত ফারিয়া

গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের ‘নিবিড় পর্যবেক্ষণে’ আছেন বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেজন্য চিকিৎসকদের পরামর্শ মেনে সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন তিনি। শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানান নুসরাত ফারিয়া।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, ইন্টারভিউ নেয়ার জন্য বরাবর চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। 

নুসরাত ফারিয়া লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি। বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে- ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।

এ পরিস্থিতিতে কারও সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি, এ কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মধ্যে ফিরে আসতে পারব।

আরওপড়ুন<<>>বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সিদ্দিকের সাবেক স্ত্রী

তিনি লেখেন, গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। আপনাদের সকলের প্রতি-আপামর জনসাধারণ, প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের। যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকা এ সময়ে আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক ছিলো।

নুসরাত ফারিয়া লেখেন, আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এ ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। খুব শিগগিরই আবার দেখা হবে।

উল্লেখ্য, ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর নুসরাতকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা। থানায় জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়