
মাইনুল আহসান নোবেল
রাজধানীর ডেমরা থেকে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ডেমরা থানার ওসি বলেন, নারী নির্যাতনের মামলায় সোমবার (১৯ মে) রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।
আরওপড়ুন<<>>বগল ছেঁড়া জামা পরে কানের রেড কার্পেটে উর্বশী!
তবে আপাতত নোবেলকে রিমান্ডে নিতে আবেদন করবেন না বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান ওসি।
ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত হন সংগীতশিল্পী নোবেল। এছাড়া একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছিলেন এ গায়ক। তবে কোনো সংসারই স্থায়ী হয়নি। ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করেন তিনি। কিন্তু মাদক ত্যাগ না করায় সে সংসার টেকেনি। এরপর ২০২৩ সালের শেষ দিকে আবারও বিয়ে করেন নোবেলের।
দুই বছর আগেও এ সংগীতশিল্পীকে গ্রেফতার করেছিল পুলিশ। সেবার প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিলেও অনুষ্ঠানে উপস্থিত হননি এ গায়ক। এ ঘটনায় ২০২৩ সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়।
উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো সা রে গা মা পা’য় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলচনা-সমালোচনা ছিল। একটা সময় দেশের বিভিন্ন স্থানে শো করতে গেলেও সেখানেও তাকে নিয়ে সমালচনা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।