
ভারতীয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য
ছোট পর্দায় ‘গোপী বহু’ নামেই পরিচিতি পেয়েছেন ভারতীয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকেন তিনি। সম্প্রতি ভারত-পাকিস্তানের সংঘাতের মধ্যে দেবলীনা নিজ দেশের সমর্থনে বেশ কয়েকটি পোস্ট করেছেন। বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তানি নেটিজেনরা। দেবলীনাকে কটাক্ষ করতে ছাড়েন নি তারা। তবে ছেড়ে দেয়ার পাত্রী নন অভিনেত্রীও। উপযুক্ত জবাব দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, জনৈক পাক নেটিজেন দেবলীনার বিরুদ্ধে ‘হিংসা ছড়ানো’র অভিযোগ তুলে কটাক্ষ করে লেখেন, আমি সমস্ত ভারতীয় প্রযোজকদের অনুরোধ করছি, দয়া করে দেবলীনাকে কিছু কাজ দিন। উনি ঘরে বসে পাগল হয়ে গেছেন। প্রতিনিয়ত ঘৃণা ছড়াচ্ছেন। আমার এখন এটা ভেবে খারাপ লাগছে যে আমিও একদিন দেবলীনার অনুরাগী ছিলাম। আমি ওনাকে বলতে চাই, আপনি যদি ইসলামকে এতোই ঘৃণা করেন তাহলে আপনার স্বামীকেই ত্যাগ করুন।
বিষয়টি নজরে পড়েছে দেবলীনার। পাল্টা জবাবে তিনি বলেন, হাহাহা, এখন এরা আমার কাজ নিয়ে চিন্তিত। যাদের নিজেদের ওপর ভরসা নেই, আরে গিয়ে নিজের দেশ ও জঙ্গি শিবিরের খেয়াল রাখুন। দু'দিনেই আপনাদের সেনা ইন্টারন্যাশনাল ফান্ড থেকে ভিক্ষা চাইতে চলে গেছে। আমার স্বামীর জন্য চিন্তা করবেন না, নিজেদের এনার্জি নষ্ট করবেন না। আপনাদের দেশে যে সন্ত্রাসবাদীদের লালন-পালন করছেন, তাদের ভারত সরকারের হাতে তুলে দিন।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন দেবলীনা। ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে একাধিক পোস্ট দিয়েছিলেন সোশ্যাল হ্যান্ডেলে। তাতেই গায়ে জ্বালা ধরে পাকিস্তানি ওই নেটিজেনের।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ ডিসেম্বর জিম ট্রেনার শাহনওয়াজ শেখকে বিয়ে করেন দেবলীনা। গত বছরের ডিসেম্বরে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। দেবলীনা এবং শাহনওয়াজ সম্পর্কে বিশেষ বিষয় হলো- উভয়ই একে অপরের ধর্মকে সম্মান করে। একে অপরের সমস্ত উৎসব উদযাপন করে। এমনকি শাহনওয়াজকে বিয়ের জন্য ধর্মান্তরিত হতেও হয়নি দেবলীনাকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।