Apan Desh | আপন দেশ

তরুণদের মানবিক উদ্যোগে,রয়্যাল ইউনিভার্সিটিতে সেমিনার-শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৯, ১০ জানুয়ারি ২০২৬

তরুণদের মানবিক উদ্যোগে,রয়্যাল ইউনিভার্সিটিতে সেমিনার-শীতবস্ত্র বিতরণ

ছবি: আপন দেশ

সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানবিক ভূমিকা আরও সুসংহত করার লক্ষ্যে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার (আরইউডি) তেজগাঁও ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও কম্বল বিতরণ কর্মসূচি।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় আরইউডি এলামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

‘তারুণ্যের হাত ধরে সহমর্মিতা: কম্বল বিতরণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা’ শীর্ষক সেমিনারে মানবিক সমাজ গঠনে তরুণদের দায়িত্ব ও সামাজিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও নাগরিক টেলিভিশনের প্ল্যানিং এডিটর এরফানুল হক নাহিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. দিপু সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এরফানুল হক নাহিদ বলেন, মানবিকতা চর্চার মধ্য দিয়েই একটি জাতির নৈতিক ভিত্তি দৃঢ় হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যখন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তখন সমাজ আলোর পথ খুঁজে পায়।

উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, একটি কম্বল কেবল শীত নিবারণের উপকরণ নয়, এটি ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক। তরুণদের এ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী বার্তা দেয়।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. দিপু সিদ্দিকী বলেন, শিক্ষা তখনই পূর্ণতা পায়, যখন তা মানবিক চেতনায় রূপ নেয়। শীতবস্ত্র বিতরণের মতো কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজমুখী কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সভায় আরও বক্তব্য দেন এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সনক কুমার দ্রাবিদ ও যুগ্ম সম্পাদক হাসিব ভূঁইয়া। অনুষ্ঠানে হোটেল ট্যুরিজম বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল আশরাফ, আইটি বিশেষজ্ঞ মো. শামসুল ইসলাম, সুহৃদ জামান, মোহাম্মদ আশিকুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়