
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা শুরু হয়েছে
৪৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ঢাকায় ১৮৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত। তিন লাখেরও বেশি প্রার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এদিন সকাল ৮টা থেকেই পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেন চাকরিপ্রত্যাশী ও অভিভাবকরা। আজিমপুর গার্লস স্কুল, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়সহ রাজধানীর বেশকিছু পরীক্ষাকেন্দ্র ঘুরে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ ও অভিভাবকদের অপেক্ষার এমন দৃশ্য দেখা যায়।
পরীক্ষার্থীদের সকাল ৯টার আগে থেকেই কেন্দ্রে প্রবেশের সুযোগ দেয়া হয়। সাড়ে ৯টা পর্যন্ত কেন্দ্রে প্রবেশের সময় পান তারা। এবারে পরীক্ষা শুধু ঢাকাতেই নেয়া হচ্ছে।
পিএসসি জানিয়েছে, এবারের বিশেষ বিসিএসে মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন<<>>৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা আজ
মূলত, দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন প্রক্রিয়া চলে ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত।
সাধারণ প্রার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয় ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। বয়সসীমা ছিল ২১ থেকে ৩২ বছর।
বিশেষ বিসিএসে সাধারণ বিসিএসগুলোর মতো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হয় না। সরাসরি লিখিত পরীক্ষা হয়। তবে সেটি এমসিকিউ টাইপের প্রশ্নপত্রে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে প্রভাষক নেয়া হবে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন। সর্বাধিক শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে—৬১টি। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি, দর্শন ও রসায়নে ৩০টি করে পদসহ অন্যান্য বিভাগে নিয়োগ দেয়া হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।