Apan Desh | আপন দেশ

ম্যানুয়াল পদ্ধতিতেই জাকসু’র ভোট গণনা শুরু

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৫

ম্যানুয়াল পদ্ধতিতেই জাকসু’র ভোট গণনা শুরু

ছবি: আপন দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পুনরায় শুরু হয়েছে। ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতেই হবে।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার পর এ ভোট গণনা শুরু হয়। এর আগে এদিন বিকেল ৫টার পরে হঠাৎ করে ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন।

বৈঠক থেকে বেরিয়ে অবশিষ্ট ভোট গণনা শুরু করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কর্মকর্তা।

আরওপড়ুন<<>>‘এভাবে গুনলে জাকসু নির্বাচনের ফল ৩ দিনেও প্রকাশ সম্ভব না’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, পূর্বের ন্যায় ম্যানুয়ালি ভোট গণনা চলতে থাকবে। তবে ভোট গণনা টিমের সংখ্যা বাড়ানো হবে।

উল্লেখ্য, জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। ভোটগ্রহণ শেষ হলেও বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। শুক্রবার রাত ১০টার পরে ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়