Apan Desh | আপন দেশ

ডাকসু নির্বাচন: ঢাবির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ২০:৫০, ৩ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন: ঢাবির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ঢাবির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু ভোটের দিন ০৯ সেপ্টেম্বর ছুটি থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন।

এর আগে ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাবিতে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। ০৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এতে শিক্ষার্থীরা লম্বা ছুটিতে ক্যাম্পাস ছেড়ে গ্রামের বাড়ি অথবা বেড়াতে যেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করছিলেন অনেক প্রার্থী। কেউ কেউ এ ছুটি বাতিলের দাবিও জানান।

আরওপড়ুন<<>>রাকসু নির্বাচনে প্রার্থী হলেন পঞ্চাশোর্ধ্ব মোর্শেদ

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ০৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ, বামপন্থি ছাত্রসংগঠনগুলো ও ছাত্রশিবির পৃথক প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার ১০টির মতো প্যানেল দেয়া হয়েছে।

ডাকসু ভোটে এবার ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্যপদে সবচেয়ে বেশি রয়েছেন ২১৭ প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট এক হাজার ৩৫ প্রার্থী।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়