Apan Desh | আপন দেশ

মধ্যরাতে জাকসু নির্বাচনের তফশিল ঘোষণা 

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৯, ১ মে ২০২৫

মধ্যরাতে জাকসু নির্বাচনের তফশিল ঘোষণা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান

৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। 

উপাচার্য জানান, জাকসুর গঠনতন্ত্রের ৮ এর খ. ধারা অনুযায়ী আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়। আগামী ১২ মে ২০২৫ খসড়া ভোটার তালিকা নির্বাচনি খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকাল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা  হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র ১ থেকে ৩ জুলাই  বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১ থেকে ৭ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ১১ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ জুলাই।

১৬ থেকে ২৮ জুলাই রাত ১২ টা পর্যন্ত চলবে নির্বাচনি প্রচারণা চলবে। ১৬ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৩১ জুলাই সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, জাকসু পরিবেশ পরিষদের সদস্য সচিব বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়