 
										রাবি প্রেম বঞ্চিত সংঘ
বসন্তের হাওয়া, প্রেমের মেলা, আর ফুলের রঙে রাঙানো ক্যাম্পাস। শীতের পরশ চলে গেছে, প্রকৃতি সেজেছে নতুন রূপে। ঠিক সেই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমের সুষ্ঠু বন্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিলটি শুরু হয়। পশ্চিমপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
এ সময় অংশগ্রহণকারীরা- তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত, কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না হবে না, দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে নাসহ বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে রাবি প্রেম বঞ্চিত সংঘের সদস্যরাসহ শাখার প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
প্রেম বঞ্চিত সংঘের সভাপতি শাহ পরান বলেন, প্রেম বলতে শুধু প্রেমিক-প্রেমিকা প্রেম করবে বিষয়টা এমন না। বাবা-মায়ের সঙ্গে সন্তানের প্রেম হয়, শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর প্রেম হয়। কিন্তু আমাদের সমাজের সবক্ষেত্রে প্রেমের অসম বন্টন দেখতে পাওয়া যায়। আপনার সন্তান প্রতিবেশী বা আত্মীয়ের থেকে কতোটুকু ভালোবাসা পাবে। তা নির্ভর করে আপনার অর্থ-বিত্তের উপর। এর মাধ্যমে আপনার সন্তানও প্রেম থেকে বঞ্চিত।
প্রেম বঞ্চিত সংঘের দুষ্ট পুরুষ শনাক্তকরণ বিষয়ক সম্পাদক সারথি অনি বলেন, যেসব পুরুষরা প্রেমের নামে ধোঁকা দেয়। একসঙ্গে একাধিক প্রেম করে তাদের আমরা সাবধান করে দিতে চাই। বাংলাদেশের আইনে তাদের শাস্তি হওয়া উচিত। আমার ছোট বোনদের সুরক্ষা করতেই আমার এ পদে আসা।
আপন দেশ/এমএস
 
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































