Apan Desh | আপন দেশ

ইবি থানা স্থানান্তরের সিদ্ধান্ত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

ইবি থানা স্থানান্তরের সিদ্ধান্ত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা অন্যত্র স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। 

শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। ইবি থানা ও উপজেলা বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, সম্প্রতি ক্যাম্পাসের ভেতরে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় থানা কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার দাবি, এ থানাটি ইবি এবং এর আশপাশের এলাকার মানুষের জানমালের নিরাপত্তার জন্য প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করা হলে ইবিসহ এ অঞ্চলের আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে। তারা থানাটি ইসলামি বিশ্ববিদ্যালয় অথবা এর কাছাকাছি কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশে স্থানান্তরের দাবি জানান। 

সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরও বৃহত্তর  কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান ছাত্র-জনতা। 

এদিকে, মহাসড়ক অবরোধের ফলে প্রায় তিনঘন্টা সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে ঘটনাস্থলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ গিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

এরআগে মঙ্গলবার (০৪ ফেব্রয়ারি) ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে এ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এতে ঝাউদিয়াসহ আশপাশের ৬টি ইউনিয়নের কয়েকহাজার মানুষ অংশ নেয়।

ইবি থানা ও উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ২৫ বছর ধরে এ এলাকার মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে এ থানা। একই সঙ্গে ইবির হাজার হাজার শিক্ষার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে। 

তবুও ফ্যাসিস্ট সরকারের কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে এ থানাকে সরিয়ে ১৬কিলোমিটার দূরে নেয়ার অপচেষ্টা করছে। তাদের চেষ্টা আমরা সফল হতে দিব না। ইবি থানা ইবিতেই থাকবে। সিদ্ধান্ত পরিবর্তন করলে এর চেয়ে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

আপন দেশ/এমএস 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা