Apan Desh | আপন দেশ

রাবিতে হতে যাচ্ছে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৫’

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৪

রাবিতে হতে যাচ্ছে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৫’

ছবি: আপন দেশ

উন্নয়ন, নেতৃত্ব ও সৃজনশীলতার মঞ্চে দেশের তরুণদের একত্রিত করতে প্রস্তুত ইউনিস্যাব রাজশাহী ডিভিশন। তারা আগামী ১০ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত করতে যাচ্ছে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৫’।

এ বছরের থিম হচ্ছে “Leadership in the Face of Global Challenges: Sustainability and Innovation”। সামিটের মূল লক্ষ্য হলো তরুণদের নেতৃত্বের গুণাবলী গড়ে তোলা। বর্তমান বিশ্বে পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় তাদের ভূমিকা তুলে ধরা।

১ ডিসেম্বর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন অনলাইনে চলমান রয়েছে। এ প্রক্রিয়া ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে ১ ও ২ জানুয়ারি পুনরায় অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমেই রেজিস্ট্রেশন করার সুযোগ থাকছে। সকল নিবন্ধন প্রক্রিয়া ২ জানুয়ারি বন্ধ হবে।

অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের দুটি সদস্য নিয়ে একটি টিম গঠন করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিটি টিমের জন্য রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা।

এতে রয়েছে দুটি ওয়ার্কশপ, দুটি প্যানেল ডিসকাশন, একটি প্রবলেম সলভিং ও একটি প্রেজেন্টেশন। এছাড়া প্রতিটি প্যানেল থেকে নির্বাচিত করা হবে এক বা দুইজন ভিশনারি লিডার ও এক ইমার্জিং লিডার। যারা পাবেন ক্রেস্ট এবং সার্টিফিকেট। অন্যান্য অংশগ্রহণকারীরাও পাবেন সম্মাননাস্বরূপ সার্টিফিকেট।

এ ইভেন্টে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এটি ইউনিস্যাবের একটি সিগনেচার ইভেন্ট। যা তরুণদের নেতৃত্বের প্রতি আগ্রহ ও তাদের সম্ভাবনাকে আরও উজ্জীবিত করবে।

এ ইভেন্টটি ইউনিস্যাবের একটি সিগনেচার ইভেন্ট। ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের ফেইসবুক পেজে রেজিস্ট্রেশন লিংক পাওয়া যাবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা