Apan Desh | আপন দেশ

আজ থেকে নতুন দাম বিক্রি হবে স্বর্ণ, ভরির দাম কত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:২৮, ২৮ ডিসেম্বর ২০২৫

আজ থেকে নতুন দাম বিক্রি হবে স্বর্ণ, ভরির দাম কত

স্বর্ণের অলঙ্কার

প্রায় প্রতিদিনই উঠা-নামা করছে স্বর্ণের বাজার। তারই ধারাবাহিকতায় টানা সপ্তম দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে মোট ১৬ হাজার ৭৬১ টাকা। রোববার (২৮ ডিসেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) সবশেষ সমন্বয়ের পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

এর আগে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। যা এতদিন দেশের বাজারে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর ছিল।

আরও পড়ুন<<>>আজ কত দামে বিক্রি হবে স্বর্ণ-রুপা, জেনে নিন

সবশেষ সমন্বয়ের পর বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ৯০ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৬৩ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ২৭ বার। যেখানে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৩৫ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালে মোট ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়