গভর্নর আহসান এইচ মনসুর।
চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৫ শতাংশে নেমে আসতে পারে। এ মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক–গভর্নর আহসান এইচ মনসুর এ আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গভর্নর বলেন, ২০২৪ সালে মূল্যস্ফীতি ১২ শতাংশের বেশি হয়েছিল, তবে সাম্প্রতিক সময়ের প্রবণতা আশাব্যঞ্জক। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৭ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে, সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২ শতাংশে। এ ধারা অব্যাহত থাকলে তা ৫ শতাংশে নামানো সম্ভব হবে।
আরও পড়ুন>>>আসছে তীব্র শৈত্যপ্রবাহ, ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
নীতিসূদহার কমানোর বিষয়ে তিনি বলেন, সুদের প্রকৃত হার ইতিবাচক না থাকলে হার কমানো সম্ভব নয়। বৈদেশিক ঋণ কমাতে হলে প্রথমেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ জরুরি।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কার্যকর মূল্যস্ফীতি ব্যবস্থাপনা বিনিময় হার স্থিতিশীল রাখতে, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, হঠাৎ প্রশাসনিক খরচ কমানোর চেষ্টা উল্টো প্রতিক্রিয়া তৈরি করতে পারে। মুদ্রাবাজারে অস্থিতিশীলতা বাড়াতে পারে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































