ছবি: সংগৃহীত
চলতি বছরের নভেম্বরে প্রবাসী আয়ের প্রবাহে শক্তিশালী গতি লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০ থেকে ২২ নভেম্বর মাত্র তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরের নভেম্বর মাসের ২২ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ২৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এসময় প্রবাসীরা দেশে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৪৭ কোটি টাকা।
আরও পড়ুন<<>>সরবরাহ বাড়লেও দাম কমেনি শীতকালীন সবজির
গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৭১৫ মিলিয়ন ডলার। রেমিট্যান্সের এ ধারা মাসজুড়ে বজায় থাকলে নভেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ ৩ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১২ হাজার ২৮৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ৬৫৩ মিলিয়ন ডলার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































