Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৬, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৫৫, ২৩ অক্টোবর ২০২৫

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

ফাইল ছবি

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও চীনের রফতানি নিয়ন্ত্রণের পরিকল্পনায় বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ১১৯.৪৯ ডলার। যা আগের দিনের তুলনায় ০.৬ শতাংশ বেশি। বুধবার (২২ অক্টোবর) দাম কমেছিল প্রায় দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে।

ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৩৬ ডলার। যা আগের তুলনায় ১.৮ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন। এতে রাশিয়ার তেল কোম্পানি লুকঅয়েল ও রসনেফটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন>>>স্বর্ণের দামে বড় পতন

এছাড়া ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ল্যাপটপ থেকে জেট ইঞ্জিন পর্যন্ত বিভিন্ন সফটওয়্যার-নির্ভর রফতানি নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে। বেইজিং সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশ। যা সোমবার ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১.২১ ডলার প্রতি আউন্সে পৌঁছায়। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, সুদহার কমার প্রত্যাশা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা এ বৃদ্ধির মূল কারণ।

এদিকে বৃহস্পতিবার স্পট রুপার দাম প্রতি আউন্স ১.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯.৩৩ ডলার, প্লাটিনামের দাম ২.৩ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৬৫৯.৫০ ডলার। আর প্যালাডিয়ামের দাম ০,৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫০ ডলার।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়