Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকের এএমডি হলেন ড. এম কামাল উদ্দীন জসীম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৫, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:১৭, ১ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী ব্যাংকের এএমডি হলেন ড. এম কামাল উদ্দীন জসীম

ড. এম কামাল উদ্দীন জসীম।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এম কামাল উদ্দীন জসীম। এর আগে তিনি এ ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এর মধ্যে রয়েছে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার এবং অপারেশনস ও ডেভেলপমেন্ট উইং-এর প্রধান। তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। পরে তিনি ঢাকা ইস্ট জোনের প্রধান ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন>>>ভাঙা আস্থা জোড়া লাগবে, নাকি বাড়বে সংকট?

ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকতা করতেন। তিনি বাংলাদেশ অবজারভার ও দৈনিক আজকের কাগজ-সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএস (IBS) থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্যসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক, চীন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, ভিয়েতনাম, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়