Apan Desh | আপন দেশ

বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:২১, ২১ ডিসেম্বর ২০২৪

বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফাইল ছবি

বিদেশি বন্দরে অবস্থানকালে জাহাজ থেকে পালিয়ে যায় ১৯ বাংলাদেশি নাবিক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নৌ আদালত। 

নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ১৯ জন নাবিকের নাম ও ঠিকানা প্রকাশ করা হয়। এসব নাবিক ১৩টি জাহাজ থেকে পালিয়ে যান। জাহাজগুলো বিদেশের বিভিন্ন বন্দরে অবস্থানকালে তারা বন্দর ত্যাগ করে আর জাহাজে ফেরেননি। 

যে নাবিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন—  মো. সোহানুর রহমান, মোহাম্মদ আরিফুল ইসলাম, আবু সুফিয়ান, মোস্তফা কামাল, ইসকান্দার মিজি, মো. সানাউল্লাহ, মোহাম্মদ আনোয়ারুজ্জামান, মো. আব্দুল কুদ্দুস, আমিনুল ইসলাম, ওপি হোসেন, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ শেখ আলম, মো. মেহেদী হাসান, মো. আল আমিন, মো. ইমাম হোসেন, এনামুল হক, মো. ইমরুল হোসেন ও মোহাম্মদ ইব্রাহীম। 

এদের মধ্যে নোয়াখালী ও চট্টগ্রামের পাঁচজন করে ও ফেনীর দুজন রয়েছেন। এ ছাড়া সাতটি জেলার সাতজন নাবিক রয়েছেন। এ নাবিকেরা গত তিন বছরে বিদেশে পালিয়েছেন।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়