Apan Desh | আপন দেশ

কেশবপুরে আচরণবিধি লঙ্ঘনে ধানের শীষের প্রার্থীকে জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৩, ২৪ জানুয়ারি ২০২৬

কেশবপুরে আচরণবিধি লঙ্ঘনে ধানের শীষের প্রার্থীকে জরিমানা

ছবি : সংগৃহীত

কেশবপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-০৬ (কেশবপুর) সংসদীয় আসনের বিএনপি মনোনিত প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে অভিযানকালে কেশবপুর উপজেলার পাবলিক মাঠে ব্যবহৃত গাছ এবং বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী পোস্টার টাঙানো অবস্থায় পাওয়া যায়। জনস্বার্থ সংশ্লিষ্ট এসব স্থানে পোস্টার লাগানো নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। 

আরও পড়ুন<<>>নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। এসময় ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদের প্রধান নির্বাচনী পরিচালনা এজেন্ট এবং কেশবপুর  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের মাধ্যমে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপরাধে জরিমানার ২৫,০০০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। 

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সকল প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও সমর্থকদের নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেন। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়