ছবি: আপন দেশ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বৃদ্ধ পিতা-মাতার সম্পত্তি লিখে নেয়ার পর তাদের অমানুষিক নির্যাতন ও বসতবাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টার অভিযোগে তার ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রাম থেকে অভিযুক্ত ছেলে হাসানুর রহমান হাসু (৫০) কে গ্রেফতার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মাহাবুব ইসলাম (৭২) ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে তাদের একমাত্র ছেলে ও ছেলের বৌ একইসঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। পারিবারিক বিশ্বাস ও সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা বসতবাড়ি ও অন্যান্য সম্পত্তি ছেলের নামে লিখে দেন। কিন্তু পরবর্তীতে ছেলে হাসানুর রহমান ও তার স্ত্রী উম্মে মাহাবুবা সোমা (৪৫) যৌথভাবে বৃদ্ধ পিতা-মাতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।
আরও পড়ুন<<>>স্লোগান দেয়ায় বক্তব্য অসমাপ্ত রেখে অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ্টা
একপর্যায়ে তাদের খাবার না দেয়া, গালিগালাজ, মারধরসহ নানাভাবে নির্যাতন করা হয় এবং একাধিকবার বসতবাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা চালানো হয়। নিরুপায় হয়ে নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় বৃদ্ধ পিতা মো. মাহাবুব ইসলাম ৮ জানুয়ারি পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন।
স্থানীয়দের মতে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সন্তান কর্তৃক বাবা-মায়ের প্রতি এমন অমানবিক আচরণ সামাজিক অবক্ষয়ের দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অনেকে।
পলাশবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং অপর অভিযুক্ত পুত্রবধূকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































