Apan Desh | আপন দেশ

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১, ৭ জানুয়ারি ২০২৬

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ছবি: আপন দেশ

মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। এ সময় সাবেক সংসদ সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চারিগ্রাম মঈনুল ইসলাম খান শান্তর নিজ বাসভবনে এ যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদানকৃত জাতীয় পার্টির নেতারা হলেন- সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ আলী, সদস্য মোজাফফর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি আক্কাছ আলী, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি মুন্নি আক্তারসহ শতাধিক নেতাকর্মী। 

আরও পড়ুন<<>>বিএনপিতে যোগ দিলেন এনসিপি-ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী

যোগদান করা নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ব্যাপারে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যারা ছিলেন আজ তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ও এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপিতে যোগদান করেছেন। আপনারা ধানের শীষকে বিজয়ী করে সিংগাইর তথা দক্ষিণ মানিকগঞ্জকে আধুনিকভাবে রূপান্তর করবেন। আমিও আপনাদের সঙ্গে নিয়ে এ আসনটিকে উপহার দিব এবং সবাই ধানের শীষের পক্ষে কাজ করবেন।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়