ছবি: আপন দেশ
গাজীপুরের শ্রীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (০৭ জানুয়ারি) দুপুরে পৌরশহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসার অডিটরিয়ামে কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন।
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করা নেতাকর্মীরা হলেন- জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, গাজীপুর জেলা এনসিপির সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম ও শফিকুল ইসলাম। জাতীয় যুবশক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা।
আরও পড়ুন<<>>
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে যোগদান করা নেতাকর্মীরা হলেন- শ্রীপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ কর্মীরা।
বিএনপিতে যোগদানকালে এনসিপির গাজীপুর জেলা সংগঠক কল্পনা আক্তার ছোয়া বলেন, এনসিপির দায়িত্বে থাকা শীর্ষ নেতারা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে দলের নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই আমরা এনসিপি ত্যাগ করে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি।
যোগদানকৃতদের স্বাগত জানিয়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের নেতৃত্ব সংকটকালে তারেক রহমান দেশে পদার্পণ করে সঠিক নেতৃত্বের মাধ্যমে জাতিকে সুসংগঠিত করতে যাচ্ছে। আগামীতে সুন্দর দেশ গঠনে আপনাদের মতো তরুণদের যোগদান সুন্দর দেশ গঠনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন- ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সদস্য মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক অ্যাড. আহসান কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































