ছবি: আপন দেশ
ভোলার লালমোহন উপজেলায় সংঘটিত অটোরিকশা চালক হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার।
বুধবার (০৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ঘটনার পরপরই বিশেষ তদন্ত দল গঠন করে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযানে নামে পুলিশ। ধারাবাহিক অভিযানের মাধ্যমে ঘটনার মূল পরিকল্পনাকারীসহ সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন<<>>আদালতে বিএনপি নেতাদের হাজিরায় জনতার ঢল
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ড ও ডাকাতির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।
পুলিশ সুপার বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































