Apan Desh | আপন দেশ

ঘন কুয়াশায় লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, যেভাবে রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৭, ২৬ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশায় লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, যেভাবে রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী

ঘটনাস্থল। ছবি : আপন দেশ

ঢাকা থেকে চাঁদপুর ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান–৫। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে লঞ্চটি নদীর তীর ঘেঁষে ধীরগতিতে চলছিল। এ সময় মোহনপুর এলাকায় নদীতে দাঁড়িয়ে থাকা একটি বাল্কহেডের সঙ্গে হঠাৎ সংঘর্ষ হয়। বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি তীরে ভেড়ানো হলে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।

জানা গেছে, লঞ্চটিতে প্রায় এক হাজারের বেশি যাত্রী ছিল। সংঘর্ষের পর আতঙ্কে যাত্রীরা লঞ্চ থেকে নেমে নদীর তীরবর্তী এলাকায় আশ্রয় নেন। খবর পেয়ে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যাত্রীদের বিকল্প লঞ্চ ও সড়কপথে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন : বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে তীরে নামানো হয়। কিছু যাত্রীকে বিকল্প ইমাম হাসান–২ লঞ্চে এবং অন্যদের স্পিডবোট ও সড়কপথে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়