সালাহউদ্দিন আহমদ।
শেখ হাসিনা আমাকে গুম করে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমি আবার বেঁচে ফিরে আসতে পেরেছি। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (০৬ ডিসেম্বর) কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনি গণসংযোগকালে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি রাজনৈতিক দল প্রচার করছে- নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে নাকি সহজে জান্নাতে যাওয়া যাবে। এ ধরনের ভ্রান্ত প্রচারণা মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। এটি ভয়াবহ বিভ্রান্তি।
এ সময় সভায় উপস্থিত পাহাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, বন বিভাগের কিছু কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন স্থানে তাদের হয়রানি করেন। তারা দাবি করেন, নানা অজুহাতে পাহাড়ের ভেতরে চলাচল ও দৈনন্দিন কাজে বাধা দেয়া হচ্ছে। এ ছাড়া যারা পাহাড়ি এলাকায় বসবাস করে ঘরবাড়ি নির্মাণ করেছেন, তাদের জায়গা যেন স্থায়ীভাবে রক্ষা করা হয়- এ দাবি জানালে সালাহউদ্দিন আহমেদ বিষয়টি সাদরে গ্রহণ করেন। এটা একটু সময় লাগবে, তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব।
আরও পড়ুন>>>খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, আপনারা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করবেন। গাছ কাটবেন না, পাহাড়ের মাটি ক্ষয় হয় এমন কাজ করবেন না।
পরে হাজিয়ান এলাকায় আরেক পথসভায় বন্যা ও অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মাতামুহুরির তীরে দাঁড়িয়ে বন্যাকে ভয় পেলে হবে না। যেসব এলাকায় কিছুটা বন্যা হয়, সাধারণত সেখানে ফলনও ভালো হয়।
তিনি জানান, যেসব রাস্তায় পানি উঠে ভেঙে যায়, সেখানে শক্ত স্থাপনা নির্মাণ করা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বারবার রাস্তা মেরামতের প্রয়োজন কমিয়ে আনা হবে। আমি ভোটের কথা নয়- উন্নয়নের কথাই আগে বলেছি। যার যেমন দায়িত্ব, সে কাজটাই করা উচিত।
আরেক পথসভায় সালাহউদ্দিন আহমেদ জানান, আগামী দিনে বিএনপির নির্বাচনি ইশতেহার হবে দেশের মানুষের মুক্তির সনদ।
তিনি বলেন, ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্রের শক্তিশালী প্রতিষ্ঠা ও সংসদীয় ব্যবস্থায় আমূল সংস্কার আনা সম্ভব হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর কয়েকদিনের মধ্যে ইশতেহার প্রকাশ করা হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষকে আর রক্ত দিতে হবে না।
সারা দিন তিনি চকরিয়ার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক পথসভা করেন। রাস্তার পাশে নারী, পুরুষ, বৃদ্ধ, স্কুলের ছেলে-মেয়েরা তাকে স্বাগত জানান। তিনি পুরুষ পথসভার পাশাপাশি মহিলা পথসভাও করেন।
তিনি প্রতিটি পথসভায় ধানের শীষে ভোট চেয়েছেন। তার ভাষ্য, ‘ধানের শীষ গণতন্ত্রের প্রতীক।’
তিনি বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, বেগম জিয়া খুবই অসুস্থ। আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন- তিনি যেন গণতন্ত্রের বিজয় দেখে যেতে পারেন।
গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন- তার সহধর্মিণী সাবেক এমপি হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এ সময় তিনি কাকারা-হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন। কাকারা হিন্দু এলাকায় একটি মন্দির নির্মাণ করে দেবেন বলেও ঘোষণা দেন তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































