Apan Desh | আপন দেশ

খুলনা-১ আসনে জামায়াতের নতুন প্রার্থী সনাতন ধর্মের কৃষ্ণ নন্দী

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ৩ ডিসেম্বর ২০২৫

খুলনা-১ আসনে জামায়াতের নতুন প্রার্থী সনাতন ধর্মের কৃষ্ণ নন্দী

ফাইল ছবি

অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো খুলনা-১ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী পরিবর্তনের। আলোচনায় থাকা সনাতন ধর্মের কৃষ্ণ নন্দীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। 

বুধবার (০৩ নভেম্বর) বিকেলে খুলনা মহানগর জামায়াত কার্যালয়ে জেলার কর্মী সমাবেশে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাংগাঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। 

এদিকে, প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন বাবু কৃষ্ণ নন্দী নিজেও। তাকে প্রার্থী ঘোষণা করার মধ্যে জামায়াত ইসলামী প্রথমবারের মতো অন্য ধর্মের কোন ব্যাক্তিকে প্রার্থী করলো। 

আরও পড়ুন<<>>খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া

জামায়াত ইসলামীর প্রার্থী হতে পারেন কৃষ্ণ নন্দী এমন আলোচনা শোনা যাচ্ছিলো গত এক মাস ধরে। খুলনায় রাজনৈতিক অঙ্গনে নতুন চমক হিসেবে নাম উঠে এসেছে তার। খুলনার দাকোপ ও বটিয়াঘাটা থেকে প্রার্থী হচ্ছেন তিনি।

ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু সংগঠন জামায়াত ইসলাম সনাতনী শাখার সভাপতি। এ উপজেলা ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গত প্রায় এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় গোলাম পরওয়ারের সব রাজনৈতিক সমাবেশে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে তার। শুধু নিজের উপস্থিতি নয়, প্রতিটি সমাবেশে তার নেতৃত্বে হিন্দু নারী পুরুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। যদিও খুলনা-১ আসনে এর আগে মো. ইউসুফ নামে একজনকে সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে একজনের নাম ঘোষণা করেছিলো জামায়াত।

এ বিষয়ে কৃষ্ণ নন্দী জানান, গত ১ ডিসেম্বর জামায়াত ইসলামীর আমীর ড. শফিকুর রহমান খুলনায় আসলে তিনি তার সঙ্গে দেখা করেন। পরে তাকে নিয়ে ও এ আসনে আগে নাম ঘোষণা করা মাওলানা ইউসুফের সঙ্গে একসাথে বসেন। সেখানে আমাকে প্রার্থী হিসেবে কাজ করতে বলেন। মাওলানা ইউসুফও আমার সঙ্গে কাজ করার ব্যাপারে সেখানে ঘোষণা দেন।

খুলনা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনালে মুন্সী মঈনুল ইসলাম জানান, খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন হয়েছে। বাবু কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হয়েছে। দলের সিদ্ধান্তে সবাই ঐক্যমতভাবে এ আসনে দাঁড়িপাল্লার হয়ে কাজ করবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়