ছবি: আপন দেশ
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে লাগাতার কর্মসূচি অব্যাহত রেখেছেন নেতাকর্মীরা। এবার এ আসনের দুই উপজেলা বাজিতপুর ও নিকলীর সড়কে সড়কে হাতে হাত রেখে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আড়াই ঘন্টা সড়কে অবস্থান করে ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেয়ার দাবি জানান তারা। বাদ যাননি নারী কর্মীরাও। তারাও পাশাপাশি দাঁড়িয়ে ইকবালকে মনোনয়ন দেয়ার পক্ষে আওয়াজ তোলেন।
বাজিতপুর পৌরসদরের বটতলা মোড় থেকে নিকলী উপজেলা সদরের শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ সড়কের গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্ট ছিলো দুর্দিনের ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই, ইকবাল ভাই যোগ্য লোক, মনোনয়ন তারই হোক, এ আসনে প্রার্থী যারা, ইকবাল ভাই সবার সেরা’ ইত্যাদি স্লোগানে মুখরিত।
আরও পড়ুন<<>>আত্মহত্যা করবেন ফজলুর রহমান, যদি...
বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যানারে অনুষ্ঠিত হওয়া এ মানববন্ধন কর্মসূচিটি ছিলো জেলার রাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনা। কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে চারটি আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হলেও কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ এ দুটি আসনে এখনও দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়নি। ফলে এ দুই আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে আলোচনা-কৌতূহলের অন্ত নেই। এর মধ্যে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবাল ২০১৮ সালের নির্বাচনে দলটির প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে এ আসনে দলটির হাল ধরে রেখেছেন তিনি। স্বভাবতই আগামী নির্বাচনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ইকবালের পক্ষে সরব দলীয় নেতাকর্মীরা।
শনিবারের মানববন্ধন কর্মসূচিতে বাজিতপুর অংশে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সজল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, যুব বিষয়ক সম্পাদক রাফিদ রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুল হক ভূইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার শামীম, সদস্য ইফতিখার হায়দার ইফতি প্রমুখসহ অঙ্গসংগঠনের নেতারা। অন্যদিকে নিকলীর অংশে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃত্ব দেন। কর্মসূচিতে বক্তারা বলেন, শেখ মজিবুর রহমান ইকবাল দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বাজিতপুর ও নিকলী এই দুই উপজেলার বিএনপি'র নেতা-কর্মীদের সুখে-দুঃখে সাথে ছিলেন এবং রয়েছেন। কিশোরগঞ্জ জেলার মধ্যে বিএনপি'র সবচেয়ে উর্বর আসন হচ্ছে কিশোরগঞ্জ-৫। এ আসনটি বিএনপি'র দুর্গ হিসেবে পরিচিত। এ আসনে বিএনপি’র প্রাণপুরুষ শেখ মজিবুর রহমান ইকবাল। এ আসনের জনগণ বিএনপি'র প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নিবে না তৃণমূলসহ নেতাকর্মীরা। তাই অবিলম্বে এ আসনে দলীয় প্রার্থী হিসেব শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার জন্য নেতাকর্মীরা বিএনপি'র হাইকমান্ডের কাছে দাবি জানিয়েছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































