Apan Desh | আপন দেশ

মাদক ব্যবসায় বাধা দেয়ায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৮, ১৭ নভেম্বর ২০২৫

মাদক ব্যবসায় বাধা দেয়ায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

ছবি : আপন দেশ

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বিল্লাল হোসেন নামে এক মাদক কারবারি। সোমবার (১৭ নভেম্বর) সকালে আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। অভিযুক্ত বিল্লাল ঘটনার পর থেকে পলাতক। তিনি নিহত রাহেলা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে বিল্লাল হোসেন তার বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করেন। এ সময় মাহফিল শেষ করে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে আসেন। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

আরও পড়ুন<<>>গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা

এক পর্যায়ে বড় ভাই বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ঘটনায় মা রাহেলা বেগম বাধা দিতে এলে তাকেও এলোপাতাড়ি চুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন মারা যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় রাহেলা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসা বাধা দেয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিল্লালকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়