ছবি : আপন দেশ
সারাদেশের নাশকতার অংশ হিসেবে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে কার্যালয়ে ভিতরে অবস্থান করা কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে সদর উপজেলার ডিবুয়াপুর শাখায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে শাখার গেটের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ পর তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে শাখার ভেতরে অবস্থানরত কর্মকর্তারা দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাখার পিওন কাম গার্ড শেখ বাহাউদ্দিন বলেন, রাতে চারজন কর্মকর্তা এখানে থাকেন। তাদের উপস্থিতি থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। আমি এসে বিষয়টি শুনেছি।
আরও পড়ুন<<>>কাফনের কাপড় জড়িয়ে রিজভীর পথরোধ নেতাকর্মীদের
ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, রাতে অফিসে অবস্থান করার সময় সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে আমাকে ডাকেন। নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করি। এরপর পুলিশ প্রশাসনকে ফোন করি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমি এখন সদর থানে রয়েছি অভিযোগ করার জন্য।
দায়িত্বরত সার্জেন্ট তাপস জানান, ঘটনার কিছুক্ষণ আগেও আমরা এখানে টহলে ছিলাম। অন্য একটি শাখার দিকে যাওয়ার সময় দেখি অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































