Apan Desh | আপন দেশ

আ.লীগ নেত্রী জেসমিন আক্তার গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৩, ১৩ নভেম্বর ২০২৫

আ.লীগ নেত্রী জেসমিন আক্তার গ্রেফতার

জেসমিন আক্তার

আলোচিত মানিকগঞ্জ পৌরসভার সাবেক নারী কাউন্সিলর ও আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার শহীদ রফিক সড়ক সরকারি হাই স্কুলের দক্ষিণ পাশের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জেসমিন আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়