ছবি : আপন দেশ
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস এবং কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (০৫ নভেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান এ দুর্ঘটনা ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন<<>>ট্রাক চাপায় নিহত ৬, চালক গ্রেফতার
স্থানীয়দের বরাতে তিনি জানান, পর্যটকবাহী একটি মাইক্রোবাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। মাইক্রোবাসটি চকরিয়া ফাঁসিয়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির যাত্রীবাহী মারসা নামক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু ও নারীসহ পাঁচ পর্যটক ঘটনাস্থলেই মারা যান।
এ সময় আহত হন দুই পর্যটক। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে।
আহতদের পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































