Apan Desh | আপন দেশ

ইমাম

কারামুক্ত হলেন কাবার সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব

কারামুক্ত হলেন কাবার সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব

সৌদি সরকার সাত বছর পর মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিবকে মুক্তি দিয়েছে। তবে তিনি এখনও সম্পূর্ণ স্বাধীন নন। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তার পায়ে ইলেকট্রনিক মনিটর লাগানো আছে। প্রিজনার্স অব কনসায়েন্স নামের একটি মানবাধিকার সংস্থা সামাজিক মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার তথ্য অনুযায়ী, শায়খ সালেহ আল-তালিব এখনও গৃহবন্দি আছেন। তার পায়ে ইলেকট্রনিক মনিটর লাগানো আছে। এ সংস্থাটি সৌদির ধর্মীয় ব্যক্তিত্ব ও আলেমদের গ্রেফতার-বন্দিত্বের ঘটনা মনিটর করে থাকে। সৌদি নেতৃত্বের সমালোচনা ও মিশ্র লিঙ্গ কেন্দ্রিক এক বক্তৃতার কারণে ২০১৮ সাল থেকে কারাগারে ছিলেন শায়খ সালেহ আল-তালিব। ওই বক্তৃতায় তিনি অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য ও ইসলামে নৈতিক দায়িত্ব পালনের কথা বলেছেন। বিশেষভাবে সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও মিশ্র লিঙ্গের অনুষ্ঠানের সমালোচনা করেছিলেন। এরপর থেকে তাকে আর কখনো প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা যায়নি।

০৫:৩৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement