Apan Desh | আপন দেশ

প্রবাসীর বাড়িতে হামলা, অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৭, ২ অক্টোবর ২০২৫

প্রবাসীর বাড়িতে হামলা, অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে

ছবি : আপন দেশ

নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশা পাড়া ইউনিয়নের নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নার্গিস আক্তারের বিরুদ্ধে প্রবাসীর বসতঘরে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে উপজেলার বরপাড়া গ্রামের মিঝি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী পরিবার।

ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মালেক অভিযোগ করে বলেন, জীবিকার তাগিদে তাদের তিন ছেলে প্রবাসে থাকে। নার্গিস মেম্বার ও তারা একই বাড়ির বাসিন্দা। জায়গা সম্পত্তি ও পূর্ব বিরোধের জের ধরে নার্গিস মেম্বারের আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করেন। অভিযোগ ও মামলা মিথ্যা প্রমাণিত হওয়ার পর থেকে তিনি আরো বেপরোয়া হয়ে উঠেন। 

তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে তারা ওই দলের নেতাদের ব্যবহার করে আমাদের নানা ভাবে হেনেস্থা করেন। এখন তিনি আবার বিএনপি বনে গেছেন। এরপর আওয়ামী সরকারের পতনের পরও আমাদের ওপর হামলা-মামলা অব্যাহত রেখেছেন। গত ২৭ সেপ্টেম্বর তিনি আমাদের বাড়ির চলাচলের রাস্তা নষ্ট করে দেন। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর গভীর রাতে নার্গিস মেম্বার ও তার ছেলে হেলালের নেতৃত্বে বসতঘরে হামলা চালানো হয়। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।  

আরও পড়ুন<<>>গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪জন দগ্ধ

সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমিশাপাড়া ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য নার্গিস আক্তার ও তার ছেলে হেলাল উদ্দিনকে (৩৩) দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী প্রবাসী পরিবার।

অভিযোগের বিষয়ে জানতে আমিশাপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য নার্গিস আক্তারের মুঠোফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।    

প্রবাসী পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার সতত্যা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ওসি মো. মোরশেদ আলম বলেন, দুর্গাপূজার কারণে পুলিশের ব্যস্ততা রয়েছে। পরবর্তীতে তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়