Apan Desh | আপন দেশ

‘আ. লীগকে বাতাস করা পীর জামায়াতকে বাতাস করছেন’

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৫

‘আ. লীগকে বাতাস করা পীর জামায়াতকে বাতাস করছেন’

ছবি: আপন দেশ

হাত পাখা দিয়ে পীর সাহেব বিগত ২৯ বছর ধরে হাত পাখা দিয়ে আওয়ামী লীগকে সমর্থন ও বাতাস করেছেন। এখন তিনি জামায়াতকে সমর্থন করছেন। এ মন্তব্য করেছেন বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ক্ষমতার লোভে তিনি নিজের কথা ভুলে জামায়াতের সঙ্গে হাত মিলিয়েছেন। 

প্রিন্স বলেন, পীর সাহেবই একসময় বলেছিলেন—জামায়াতের বিষ যেখানেই লাগবে, তা ধ্বংস হয়ে যাবে।

প্রিন্স আরও বলেন, সে পীর সাহেব এখন জামায়াতের সঙ্গে ঐক্য করেছেন। এর মাধ্যমে তিনি নিজের শরীরে জামায়াতের বিষ লাগিয়েছেন। তিনি নিজের কথা দিয়েই নিজের ধ্বংস ডেকে আনছেন।ক্ষমতার লোভে জামায়াতের বিষ এখন পীর সাহেবের কাছে ‘অমৃত সূধায়’ পরিণত হয়েছে। তিনি সুবিধার জন্য নিজের নীতি ও কথা বিসর্জন দিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দাখিল মাদরাসা মিলনায়তনে মৎস্যজীবী দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রিন্স প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন>>>‘গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে’

বিকালে তিনি ধোবাউড়া উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও দূর্গা পুজার প্রস্তুতি অবলোকন করেন।

সকালে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর নেতারা এমরান সালেহ প্রিন্সের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে তাদের সমস্যা বিষয়ে অবহিত করেন। এরপর তিনি গোয়াতলা বাজারে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দোকান, বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্তনা ও সহযোগিতা দেন।

ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান মনিকের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আলী সাকিব ।

বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়