Apan Desh | আপন দেশ

চোর সন্দেহে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেফতার ৩

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৪, ২০ সেপ্টেম্বর ২০২৫

চোর সন্দেহে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেফতার ৩

ছবি : আপন দেশ

কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে এক যুবককে কুকুর লেলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের সময় উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে এ ঘটনা ঘটে। বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্যাতনের শিকার যুবকের নাম জয় কুমার সাহা (৩২)। তিনি তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের বাসিন্দা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর যুবকের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে যুবক বাঁচার জন্য চিৎকার করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পশু দিয়ে নির্যাতনের অভিযোগে জড়িতদের শাস্তির দাবি উঠে। পরে শুক্র‍বার মধ্যরাতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলের নিরাপত্তাকর্মী শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে গ্রেফতার করে। তারা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে দিয়েছিল।

আরও পড়ুন<<>>চুয়াডাঙ্গায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

তাদের দাবি, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়ই শুক্রবার দুপুরে এ ধরনের ঘটনা ঘটত, তাই জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করে। এ সময় ওই যুবক কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে তারা তাকে আটক করে।

এ ঘটনায় শনিবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, সম্প্রতি ওই স্টিল মিলে একটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকেই মিলের নিরাপত্তা কর্মীরা অতিরিক্ত সতর্কতার সঙ্গে প্রহরা বাসায়।

এরই প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের সময় তারা ওৎ পেতে থেকে জয়কে মিলের ভেতর থেকে আটক করে এবং মারধর করে। এ সময় তিনটি জার্মান শেফার্ড কুকুর লেলিয়ে দিয়ে তাকে নির্যাতন করা হয়। জয়ের ভাঙ্গারি ব্যবসা ব্যবহৃত ভ্যানটি মিলের বাইরে ছিল তবে তার বিরুদ্ধে আগের কোনো অপরাধের তথ্য পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

মেজর সাদমান ইবনে আলম আরো বলেন, কুকুরের কামড়ের আহত জয়কে সংশ্লিষ্ট চিকিৎসা দিয়ে বুড়িচং থানার হেফাজতে রাখা হয়েছে।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় রাতে নির্যাতনের শিকার জয় তিন নিরাপত্তাকর্মীকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি চুরি হওয়া বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ ফিলিপাইনে বাজেয়াপ্ত ৪ রাজনীতিবিদ নিয়ে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আজ সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ-অর্থপাচারের ২৩ বস্তা আলামত উদ্ধার আর্থিক খাতে স্বচ্ছতায় বাংলাদেশকে আট পরামর্শ যুক্তরাষ্ট্রের ইসরায়েলের গাজা দখলের যুদ্ধে আরও ৯১ ফিলিস্তিনির প্রাণহানি রোমাঞ্চকর জয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের