Apan Desh | আপন দেশ

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের জীবন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:২৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের জীবন

লিবিয়ায় গুলিতে নিহত জীবন ঢালী

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ছয় মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগরের পথ ধরে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান তিনি। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হয়নি; লিবিয়ায় মাফিয়াদের গুলিতে তিনি নিহত হয়েছেন।

০৮ সেপ্টেম্বর লিবিয়ায় ঘটনাস্থলে ছোড়া গুলিতে জীবন মারা যান।  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিজ বাড়িতে পৌঁছালে পুরো পরিবার এবং গ্রামের মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েন। নিহত জীবন ওই গ্রামের কালাম ঢালীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, লিবিয়ায় থাকা জীবনের সফরসঙ্গীরা ফোনে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ছয় মাস আগে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে জীবন লিবিয়া যান। পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্নে এ পথ বেছে নিয়েছিলেন তিনি। সেখানে কয়েক মাস গেম ঘরে আটকে থাকার পর মাফিয়াদের গুলিতে প্রাণ হারান।

আরও পড়ুন<<>>‘নির্বাচনে অবহেলা করলে জবাবদিহি-শাস্তি’

জীবনের মৃত্যুর খবরে তার মা-বাবা বারবার জ্ঞান হারাচ্ছেন এবং পুরো গ্রাম শোকের ছায়ায় আচ্ছন্ন।

এলাকাবাসী বলেন, দালালদের ফাঁদে পড়ে প্রতিনিয়ত অনেক যুবক এভাবে জীবন হারাচ্ছেন। তারা নিহতের পরিবারকে রাষ্ট্রীয় সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন জানান, লিবিয়া হয়ে ইতালির পথে দেশের যুবকরা দালালের ফাঁদে পড়ছেন। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ধরনের ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়