Apan Desh | আপন দেশ

মেলায় হিজড়া সেজে নাচতে গিয়ে শ্রীঘরে ৪ যুবক

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মেলায় হিজড়া সেজে নাচতে গিয়ে শ্রীঘরে ৪ যুবক

ছবি: আপন দেশ

যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা বলুর মেলায় ভুয়া হিজড়া সেজে অশ্লীল নৃত্য করার দায়ে চার যুবককে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে চৌগাছা থানার এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তম কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল মেলায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন,  মো. শামীম হোসেন (২০), লিমন হোসেন (১৯), মো. রিফাত (১৯), সম্রাট হোসেন (২১)।

ভুয়া হিজড়া সেজে অশ্লীল নৃত্যর বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনকে অবহিত করা হলে তিনি সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসনিম জাহানসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনজনকে ৫ দিনের এবং আরেক জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়