Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সাতক্ষীরায় র‍্যালি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২২, ৮ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সাতক্ষীরায় র‍্যালি

ছবি: আপন দেশ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরার আয়োজনে এ র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়।

এদিন সকালে জেলা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এম আবুল হাশেম।

উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শাহরিয়ার নাঈম শাইখ।

আরওপড়ুন<<>>দাদার মরদেহ দাফন করতে গিয়ে মামা-ভাগ্নের মৃত্যু

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মুহ. আবুল খায়ের,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  হোসনে ইয়াসমিন কারিমী,  সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাস’র নির্বাহী পরিচালক ইমান আলী, নবারুণ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, জেলার মনিরুল ইসলাম মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপানুষ্ঠানিক শিক্ষার নিয়ে কাজ করা এনজিও প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষার্থী একজন করে নিরক্ষর ব্যক্তিকে সাক্ষরজ্ঞান প্রদান করলে দেশে শতভাগ সাক্ষরতা অর্জন সম্ভব। তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্য বলেন, শিক্ষার মানোন্নয়নে এখন থেকে  প্রতি ক্লাসে হাজিরা নেবেন এবং বিদ্যালয়ের কার্যক্রম চলাকালীন সময়ে গেটে তালা দিয়ে রাখবেন।

প্রধান অতিথি আরও বলেন, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করবেন সেটা আপনাদের ব্যাপার। শিক্ষকরা বাসায় অথবা অন্য কোথাও কোচিং করালে  প্রশাসন  মোবাইল কোর্ট পরিচালনা করবে। শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সিগারেট খাওয়ার বিষয় পদক্ষেপ নিতে হবে।  কোচিং বাণিজ্য বন্ধ করা প্রসঙ্গে অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, কোচিং এখন ফ্যাশনে পরিণত হয়েছে, এটা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়