Apan Desh | আপন দেশ

তারেক রহমানের আর্থিক সহায়তা পেলেন কিশোর বিজ্ঞানী নাবিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

তারেক রহমানের আর্থিক সহায়তা পেলেন কিশোর বিজ্ঞানী নাবিল

ছবি: আপন দেশ

আহনাফ বিন আশরাফ নাবিল, ব্রাহ্মণবাড়িয়ার এক কিশোর গবেষক। তিনি 'গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস' নামে একটি অ্যাপস তৈরি করেছেন। তার এ মেধাভিত্তিক কাজের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাবিলের গবেষণার কাজে সহযোগিতা করতে তারেক রহমানের নির্দেশে তার পাশে দাঁড়িয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নাবিলের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় যান। তিনি নাবিল ও তার দলের আরও দুজন সদস্যের সাথে দেখা করেন। এ সময় রিজভী তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। তিনি বলেন, এ সহায়তা নাবিল ও তার দলের গবেষণামূলক কাজে তাদের উৎসাহিত করবে।

আরও পড়ুন>>>‘যারা নির্বাচনে আসতে চায় না তারা হাসিনার সুরে কথা বলছে’

এই সময় 'আমরা বিএনপি পরিবার'-এর আহবায়ক আতিকুর রহমান রুমন নাবিলের কাছে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। সেখানে আরও উপস্থিত ছিলেন— দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর মাসুদ রানা লিটন ও শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান ও ঢাকা মহানগর উত্তরের যুবদল নেতা মইনুল ইসলাম সজল প্রমুখ।

প্রসঙ্গত, ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস', এটি একটি অ্যাপসের নাম। শিশু, কিশোরী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বহুমাত্রিক ডিজিটাল প্লাটফর্ম। এ অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক ও জরুরি তথ্য, এআই ভিত্তিক আবেগ বিশ্লেষণ, পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কনটেন্ট।

‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ অ্যাপসটির উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল-এর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ায়। সেখানকার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাবিলের এ উদ্ভাবন দেখা যাবে বিশ্বমঞ্চে। আমেরিকা ও তুরস্কে দু’টি সম্মেলনে তার উদ্ভাবন প্রদর্শিত হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়