Apan Desh | আপন দেশ

মাছের ঘেরে নিখোঁজ রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ২৭ আগস্ট ২০২৫

মাছের ঘেরে নিখোঁজ রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: আপন দেশ

সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের চার দিন মাছের ঘের থেকে রাজমিস্ত্রি ইমরান হোসেনের (২৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার কাজির হাট কলেজের সামনের একটি মাছের ঘের থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন ইমরান। তার মৃত্যুতে স্ত্রী, সন্তান ও মা-বাবা অসহায় হয়ে পড়েছেন।

নিহতের পরিবার জানায়, রোববার (২৪ আগস্ট ) সকালে ইমরানের ঘনিষ্ঠ বন্ধু রিপন তাকে ফোনে ডেকে নেয়। বের হওয়ার সময় স্ত্রী-সন্তানের সঙ্গে শেষ কথোপকথনে তিনি বলেন, বাজার থেকে মেয়ের জন্য স্কুল ব্যাগ আর বেদানা নিয়ে ফিরব। এরপর থেকেই আর তার কোনো খোঁজ মেলেনি। দুই দিন পর মঙ্গলবার (২৬ আগস্ট) পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আরওপড়ুন<<>>সাবেক মন্ত্রী শাজাহান খানের শ্যালক গ্রেফতার

ইমরানের মা আমেনা বেগম দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, রিপন আমার ছেলেকে ডেকে নিয়েছে। এরপর থেকে সে আর ফিরে আসেনি। আমার ছেলেকে হত্যা করা হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, ঘটনাটি একটি নৃশংস হত্যাকাণ্ড। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, রোববার থেকে ইমরান নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি হত্যাকাণ্ড। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়