Apan Desh | আপন দেশ

সাবেক মন্ত্রী শাজাহান খানের শ্যালক গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৫, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:১৩, ২৭ আগস্ট ২০২৫

সাবেক মন্ত্রী শাজাহান খানের শ্যালক গ্রেফতার

ছবি: আপন দেশ

মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের শ্যালক মাহফুজুর রহমানকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জেলা শহরের হরি কুমারিয়া আজমত আলী হাসপাতালের পেছনে তাইমুর অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহফুজুর ঝালকাঠির নলসিটি উপজেলার রায়পুর গ্রামের সৈয়দ আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মাদারীপুর শহরে থেকে দুলাভাই শাজাহান খানের সার্বিক পরিবহন পরিচালনা করতেন।

আরওপড়ুন<<>>মৌলভীবাজারে আইনজীবীর ওপর হামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেফতার হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এরপর থেকেই কারাগারে রয়েছেন তিনি। তাদের পারিবারিক ব্যবসা সার্বিক পরিবহন পরিচালনা করে মাহফুজুর রহমান শাজাহানের অর্থের জোগান দিয়ে আসছিলেন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন শাজাহান খানের শ্যালককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেননি তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়