
ছবি: আপন দেশ
‘চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি’ এ স্লোগানে কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মানববন্ধন ও গণস্বাক্ষর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যাত্রাপুর যুব সংগঠন এর আয়োজন করে। তাদের সহযোগিতা করে আরডিআরএস বাংলাদেশের চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প।
আরও পড়ুন>>>কালীগঞ্জে মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর। এছাড়াও ছিলেন ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার ও আরডিআরএস বাংলাদেশের সিএনবি প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. শফিয়ার রহমান। যুব সংগঠনের সদস্যসহ চরাঞ্চলের অনেক মানুষও এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নটি নদীর মাঝখানে অবস্থিত। নদী ভাঙনের কারণে ইউনিয়নের বেশিরভাগ এলাকা নদীগর্ভে চলে গেছে। চর এলাকায় কোনো স্কুল নেই। এ কারণে অনেক শিশু, বিশেষ করে মেয়েরা বাল্যবিয়ের শিকার হচ্ছে। বক্তারা বাল্যবিয়ে বন্ধ করতে দ্রুত চর এলাকায় স্কুল বানানোর দাবি জানান।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শিশুদের সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের জন্য চর এলাকায় স্কুল খুবই দরকারি। কারণ স্কুল না থাকায় শিশুরা বাল্যবিয়ের শিকার হচ্ছে। তাই তিনি সরকারের কাছে দ্রুত যাত্রাপুর ইউনিয়নের চরে স্কুল প্রতিষ্ঠার দাবি জানান। তিনি এ ধরনের আয়োজন করার জন্য আরডিআরএস বাংলাদেশকে ধন্যবাদ জানান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।